রুবেল মিয়া রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয়ের ৫০ বছর।
কুড়িগ্রামের রাজারহাটে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ছাত্রলীগ, বিএনপি ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফুলবাড়ী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলাপ্রেসক্লাব,
জাতীয় পার্টি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে।
সকাল ৮:৩০ মিনিটে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড ও কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি ,প্যারেড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসমিন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি)
সাজু সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রজব আলী, ভূমি কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবু মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম ও সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।
পরে কুচজকাওয়াজে অংশ অংশ নেয় পুলিশ বাহিনীর সদস্য, আনসার বাহিনীর সদস্য,সিভিল ডিফেন্সের সদস্য ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অংশ করেন। অনুষ্ঠান শেষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Leave a Reply