মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের স্থানীয় ইটারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ইটারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে জাতীয় শ্রমিকলীগ নেতা ফরিদ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুল খালিক।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার আব্দুল অদুদ, হযরত ফাতেমা রাঃ ইসলামীয়া মাদ্রাসা ইটারঘাট’র প্রিন্সিপাল মাওলানা আমির উদ্দিন কাশেম, ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ লাল মিয়া, অভিভাবক সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মবশ্বির আলী, অভিভাবক সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, ছাত্রনেতা আব্দুল হাকিম প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি ডাঃ মুজিবুর রহমান মুজিবসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা সভা শেষে একাত্তরের রণাঙ্গনের শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা ও জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতার সাথে নেক হায়াত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইটারঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুর রহমান।
Leave a Reply