বায়জিদ হোসেন, (বাগেরহাট):
মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর ম্যধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা।
পুষ্পমাল্য অর্পণ শেষ উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাসপাতাল, এতিমখানা, জেলখানাতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকেল ৪টায় উপজেলা মাঠে বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপজেলা ময়দানে অসংখ্য জনতা অংশ নেয়
সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply