বগুড়া জেলা প্রতিনিধিঃ-
বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নশরৎপুর ইউনিয়নের দেলুনঞ্জ ঠাকুর পাড়া গ্রামের একটি পুকুরের মাটি খননের পর একটি রাধাকৃষ্ণ মূর্তি পাওয়া যায়।
ঠাকুর পাড়া গ্রামের আমজাদ হোসেন ভেকু মেশিন দিয়ে কয়েকদিন যাবৎ পুকুরের মাটি খনন করে আসছিলেন।শনিবার (২২জানুয়ারি) ছোট ছেলে মেয়েরা পুকুর খননের মাটি নিয়ে খেলার সময় মাটির মধ্যে একটি পুতুল পায়, যা তারা খেলনা পুতুল মনে করে বাড়ি নিয়ে যায়। পুতুলটি পরিষ্কার করার পর বাড়ির অন্যান্যরা বুঝতে পারে এটি একটি রাধাকৃষ্ণ মূর্তি। তারপর স্থানীয়রা আদমদীঘি থানায় খবর দিলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এস আই)প্রদীপ কুমার বলেন ,উদ্ধারকৃত কালো মূর্তিটি থানা হেফাজতে রয়েছে।পরীক্ষা নিরিক্ষা শেষে বলা যাবে মূর্তিটি কিসের এবং এর মূল্য কত।
Leave a Reply