বদরুর হাসান – জৈন্তাপুর প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উম্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ততম দিন অতিবাহিত করেন।
সিলেট সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল আটটায় জৈন্তাপুর উপজেলার ফতেপুর যান মন্ত্রী ইমরান আহমদ। এরপর সকাল ৯ টায় বাগেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। সাড়ে নয়টায় তুবাই মসজিদ ও লামা শ্যামপুর গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন। সকাল দশটায় শিকারখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করে সাড়ে দশটায় সিলেট-তামাবিল রাস্তা ও ফুতাউরা উমনপুর গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এরপর সকাল সাড়ে এগারোটায় সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় অংশগ্রহণ করেন ইমরান আহমদ। পরে তিনি বেলা তিনটায় জৈন্তাপুর উপজেলার চারিকাটা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন, বেলা সাড়ে তিনটায় ওয়াপদা ভাইক হতে বাউরভাগ গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন এবং বেলা চারটায় জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
এসব কর্মসূচিতে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, গোয়ানঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, 17 পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবুল মাওলা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মন্ত্রীর সহকারি একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান ও মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক শাহেদ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসানুল হক হুসনু, ৬ নং চিকনাগুল ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,, নিজপাট ইউ/পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, যুবলীগের যুগ্ন আহবায়ক কুতুবউদ্দিন, সদস্য প্রমুখ।
Leave a Reply