চট্টগ্রাম বন্দর ছাড়া দেশে এত প্রবৃদ্ধি হতো না: স্থানীয় সরকারমন্ত্রী
শেখ দিদারুল ইসলাম চৌধুরী।
চট্টগ্রাম:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সারা দেশের মধ্যে চট্টগ্রামের গুরুত্ব অবশ্যই আলাদা। কারণ চট্টগ্রাম বন্দর ছাড়া দেশে এত প্রবৃদ্ধি হতো না। চট্টগ্রামকে আমাদের বিচ্ছিন্ন করে দেখলে চলবে না।
শনিবার দুপুরে (২ই জানুয়ারী২০২১ইং)চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু বে-ভিউর মেজবান হলে চীন সরকারের অনুদান হিসেবে পাওয়া এলইডি বাল্ব বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো জায়গাকে আপনি বিচ্ছিন্ন করে দেখতে পারবেন না। ঢাকার উন্নয়ন, চট্টগ্রামের উন্নয়ন, কুমিল্লার উন্নয়ন সবগুলো আপনাকে সমানভাবে দেখতে হবে। কুমিল্লার উন্নয়ন যদি না হয়, চট্টগ্রাম যদি বঞ্চিত হয়, তাহলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। সব অঞ্চলের জন্য কালেকটিভ এফোর্ট দিতে হবে। চট্টগ্রামের নালা-নর্দমা, খাল-বিল পরিষ্কার রাখতে হবে, খালের পাড়গুলো, ওয়াকওয়ে পরিষ্কার থাকবে। তাহলে মানুষ প্রাণভরে শ্বাস নিতে পারবে।
ভ্রান্ত ধারণার কারণে অনেক সময় উন্নয়ন ব্যাহত হয় জানিয়ে তিনি আরও বলেন, ভ্রান্ত ধারণা নিয়ে ভুল বোঝাবুঝির দায় সবাইকে বহন করতে হবে। মিরসরাইয়ে শিল্পনগর হচ্ছে, টানেল হচ্ছে, আরও ব্যাপক উন্নয়ন হচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে বিলিয়ন ডলার ইনকামের সুযোগ আছে।
তার জন্য ভুল বোঝাবুঝি সৃষ্টি না করে এখন থেকে আমাদের কাজ করতে হবে। আমরা পারস্পরিক যোগাযোগের মাধ্যমেই সেটা করতে পারব। একসময় রামপাল নিয়েও ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু সেটা বাস্তবায়ন হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, কর্ণফুলী নদীর নিচে টানেল, একসময় এটি স্বপ্ন ছিল। চীন এই টানেল নির্মাণ করছে। চট্টগ্রাম থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণ হচ্ছে। টানেল আর রেললাইনের মাধ্যমে পূর্বমুখী অর্থনীতির ড়্গেত্রে বড় পরিবর্তন আসবে। আগামী ১০ বছরের মধ্যে চট্টগ্রাম হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বড় যোগাযোগ কেন্দ্র।
Leave a Reply