মোংলা প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থাপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে
১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে মোংলা পৌরসভার সহযোগিতায় ও মোংলা টাইমস পরিবারের উদ্যোগে সড়ক দূর্ঘটনার লাঘবে মোংলা পৌর শহরের বিভিন্ন সড়কে স্পিটব্রেকারে চালকদের দৃস্টি আর্কশনে ও সড়ক দূর্ঘটনা রোধে রং এর প্রলেপ দেওয়া কর্মসূচির উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান পৌর শহরের মোহসিনিয়া আলিম মাদ্রাসা মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ ইমরান শেখ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফাহিম হাছান অন্তর, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন রানা, মোংলা টাইমসের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, সম্পাদক মোঃ বায়জিদ হোসেন, নিউজ এডিটর মোঃ আলামিন, শেখ রাফসান, সুমন শেখ প্রমূখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান বলেন,
সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার প্রয়োজন
বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা এক আতঙ্কের নাম। আমাদের মোংলায় কোনও না কোন স্থানে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে ঝরছে অসংখ্য প্রাণ। প্রতিনিয়ত যে হারে সড়ক দুর্ঘটনা ঘটছে তাতে আমাদের মোংলায় সড়ক-মহাসড়কগুলো যেন দিন দিন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে মানুষজনকে চলতে হচ্ছে। বিভিন্ন কারণে আমাদের মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। রাস্তায় বের হলেই দেখা যায় কানে মোবাইল ফোন বা হেডফোন লাগিয়ে রাস্তা পার হচ্ছেন অসংখ্য পথচারী। হঠাৎ পেছন থেকে বেপরোয়া গতিতে চালানো গাড়ি এসে চাপা দিয়ে চলে যাচ্ছে। অনেকে আবার ব্যস্ততম রাস্তা দিয়ে দ্রুত পারাপার হতে গিয়ে বাস, ট্রাক বা প্রাইভেট গাড়িতে চাপা পড়ছেন। আবার এমনও দেখা যায় কিছু বাসযাত্রী মাঝ রাস্তায় নেমে পড়ছেন, ঠিক এমন সময় রাস্তায় চলমান কোনো গাড়ি এসে তাকে চাপা দিয়ে গেল। এ রকম ঘটনার জন্য যাত্রীর অসচেতনতাকেই দায়ী করা হয়। অনেক পথচারী আছেন, যারা সঠিক নিয়ম মেনে পথ চলে না। ফলে একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছেন। সড়কপথে দুর্ঘটনা কমিয়ে আনতে গণপরিবহনে যাতায়াতকারী যাত্রী, পথচারী এবং যান চালকসহ সকলকেই সতর্ক ও সচেতন হতে হবে। মেয়র বলেন বিশেষ করে মোংলায় ২৫/৩০ মিটারের উর্ধে কিংবা হেলমেট পরিধান না করলে কঠোর হতে বাধ্য হবো। আর সবাই সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশেই রোধ করা সম্ভব হবে।
Leave a Reply