দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী বাংলাবাজার ইউনিয়ন শাখা । শনিবার (২ এপ্রিল) সন্ধায় উপজেলার বাংলাবাজারে এ কর্মসূচী পালিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস ছাত্তার,দোয়ারাবাজার উপজেলা আমীর ডাঃ হারুন অর রশিদ, সাধারন সম্পাদক দেলোয়ার হোসাইন, বাংলাবাজার ইউপি সদস্য মোশাররফ হোসাইন, আব্দুল হান্নান, সফিউল্লাহপ্রমুখসহ প্রায় পাঁচশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জানা গেছে, দলটির নেতা-কর্মীরা বাংলাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে মিছিল সহকারে বাজারের গলি পেরিয়ে ( বাংলাবাজার ইউনিয়ন অফিসের) সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ হারুন অর রশিদ বলেন, কতিপয় কাণ্ডজ্ঞানহীন মন্ত্রিদের কারণে দ্রব্যমূল্যের মূল্য বাড়ছে।
এতে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে।
অথচ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের জন্য তাদের কোন দায়বদ্ধতা নেই। তাই গণমানুষের সকল সমস্যা সমাধানের জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি গণপ্রতিনিধিত্বশীল ও দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
পরিশেষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাইদি সহ জামায়াত শিবিরের সকল নেতাকর্মীদের মুক্তির দাবী ও কঠুর আন্দোলনের হুশিয়ারি দিয়ে সমাবেশের সমাপ্ত ঘোষনা করেন।
Leave a Reply