1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে ৩৩টি পরিবার, কাল বিতরণ - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
ad

কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে ৩৩টি পরিবার, কাল বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৮৩ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-

সিলেটের কোম্পানীগঞ্জে ৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর। মঙ্গলবার ভার্চুয়ালী এই ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে কোম্পানীগঞ্জে ৩য় ধাপে মোট ৫৮টি পরিবারকে দেওয়া হবে জমি ও ঘর। এদের মধ্যে মঙ্গলবার সারাদেশের সাথে প্রধানমন্ত্রী ভার্চুয়ালী ৩৩ টি পরিবারকে এই জমি ও ঘর হস্তান্তর করবেন। এবারের ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে এ মহতি কার্যক্রমের মাধ্যমে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্তকরণ পদক্ষেপ অনেকাংশে এগিয়েছে। মঙ্গলবার পর্যন্ত উপজেলার মোট ২৮৩ টি পরিবার পাবে ভূমি ও ঘর। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হবে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর। প্রথম ধাপের চেয়ে ৩য় ধাপের ঘরগুলো অনেক টেকসই হচ্ছে বলেও জানান তিনি। ৩য় পর্যায়ের ৩৩ টি ঘরের মধ্যে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নে ১৭টি ইসলামপুর পূর্ব ইউনিয়নে ১২টি ও তেলিখাল ইউনিয়নে ৪টি দেওয়া হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি