বদরুল হাসান – জৈন্তাপুর প্রতিনিধি
মানুষের হৃদয়ে মানবতা আছে বলেই মানুষ সৃষ্টির সবচেয়ে সুন্দর। একজন মানুষ তখনি পূর্ণ রূপে মানুষ হয় যখন তার মানবতা সর্বোচ্চ পর্যায় পৌঁছায় এবং তা পরিপূর্ণ নিঃস্বার্থভাবে যথাযথ স্থানে প্রয়োগ করতে পারে। আমার দেখা একজন মানবিক মানুষ, দানশীল মানুষ জনাব আব্দুল গাফফার চৌধুরী খছরু।
সিলেটের সিমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের ৪ নং দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের ডাঃ আব্দুর রশিদ সাহেবের ছেলে আব্দুল গাফফার চৌধুরী খছরু।
এমন ব্যতিক্রম ধর্মী মানব, এমন পরোপকারী মানুষ বর্তমান সমাজে পাওয়া কষ্টসাধ্য। অবহেলিত জনগোষ্ঠী জৈন্তাপুর উপজেলা সাধারণ মানুষের মুখে মুখে আব্দুল গাফফার চৌধুরী খছরুর নাম। যিনি কোন জনপ্রতিনিধি নন। তারপর ও সমগ্র উপজেলার মানুষের বিপদে পাশে দাঁড়ান অভিবাবকের মত। জৈন্তাপুর উপজেলার অসহায় হতদরিদ্র দিন মজুর বিপদগ্রস্ত মানুষের আশা ভরসার প্রতিক হয়ে দাড়িয়েছেন জনাব আব্দুল গাফফার চৌধুরী খছরু।।
নিজ অর্থে সৃষ্টির সেরা জীব মানুষ, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন।। এখন পর্যন্ত জৈন্তাপুর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীটের দাতা সদস্য তিনি। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জৈন্তাপুর উপজেলার যে সকল প্রবাসী রয়েছেন,, সকল কে ঐক্যবদ্ধ করে গড়ে তোলেছেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ নামক সামাজিক মানবিক সংগঠন।। যে সংগঠন জৈন্তাপুর উপজেলার সর্বশ্রেষ্ঠ মানবিক সংগঠন হিসেবে জায়গায় করে নিয়েছে।। মানবিক সংগঠন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ ও নিজের ব্যাক্তিগত তহবিল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জৈন্তাপুরের মানুষের জন্য।।
নিরহংকারী পরোপকারী জনাব আব্দুল গাফফার চৌধুরী খছরু কে নিয়ে জৈন্তাপুরের বিভিন্ন বাজারে চা দোকানে সরব আলোচনা হচ্ছে।। অন্ধকারের মাঝে সবাই যেন আলো খুঁজে পেয়েছে।। সাধারণ মানুষের প্রাণের দাবী জনাব আব্দুল গাফফার চৌধুরী খছরু কে আগামীর জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।। বার বার হোঁচট খাওয়ার পর মানুষ এখন সোজা হয়ে দাড়াতে শিখে গেছে।। এমন মানুষ জনপ্রতিনিধি হলে মানুষের উপকার ছাড়া কোন অপকার হবে না এটাই সবাই বলাবলি করছে।।
জৈন্তাপুরের ছাত্র/ছাত্রী-শিক্ষক সমাজ, যুবসমাজ, হিন্দু বোদ্ধ খৃষ্টান ধর্মালম্বী সকল শ্রেণী পেশার মানুষের একটাই দাবী পিছিয়ে পড়া জনপদ জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনাব আব্দুল গাফফার চৌধুরী খছরু একটা দৃষ্টান্ত স্হাপন করতে পারবেন।। এবিষয়ে জানতে জনাব আব্দুল গাফফার চৌধুরী খছরুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,, আমি সূদুর আমেরিকা বসবাস করি।। নিজ উপজেলার মানুষের জন্য কিছু করা,, সেটা ছোটবেলা থেকে আমার স্বপ্ন।। ছাত্র জীবনে আমি জৈন্তাপুর উপজেলার বিভিন্ন দাবী দাওয়া আদায়ে সর্বদা রাজপথে সরব ছিলাম। এবং দীর্ঘদিন জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম এবং গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালণ করেছি এবং জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠীর দাবী দাওয়া আদায়ে পাশে ছিলাম,, পাশে আছি, এবং ভবিষ্যতে ও মানুষের পাশে থাকবো।।
Leave a Reply