মোঃ জাকারিয়া।
সুনামগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি,
ছাতকে আওয়ামীলীগের অন্যতম নেতা অজিত ভৌমিক কানূ বাবু আর নেই। গতরাত সাড়ে তিন ঘটিকার সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পর ওখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন পথে। ষ্ট্রোকজনিত কারনে তার মৃত্যু’র সংবাদটি নিশ্চিত করেছেন তার পরিবারবর্গ।
অজিত ভৌমিক কানূ’র অন্তেষ্টিক্রিয়া আজ সকাল ১১ ঘটিকায় গ্রাম’র নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মিবৃন্দ, এলাকার বিভিন্ন শ্রেনীরপেশার লোকজন উপস্থিত ছিলেন। অজিত ভৌমিক কানূ, স্বর্গীয় মাষ্টার জ্যোতিকা রন্জন ভৌমিক টুনু বাবু’র চাচাতো ভাই, জাউয়া বাজার ডিগ্রীকলেজ’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনিশংকর ভৌমিক’র চাচা ছিলেন। মৃত্যুকালে অজিত ভৌমিক কানূ স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন’র কৈতক গ্রাম’র ভৌমিক বাড়ির স্থায়ী বাসিন্দা। তার মৃত্যুতে ছাতক-দোয়ারা বাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, ছাতক উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগমসহ আওয়ামিলীগ, যূবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবার’র প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply