শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।
মনপুরা সাথে রাজধানী ঢাকা এবং ভোলা জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ফেরি চালুর লক্ষ্যে মনপুরা ফেরিঘাটের স্থান পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ’র (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান জনাব আহমদ শামীম আল রাজী ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান জনাব কমোডর গোলাম সাদেক।
পরিদর্শন শেষে তারা হাজিরহাট অডিটোরিয়ামে এক সুধী সমাবেশে যোগ দেন।
এ সময় বক্তব্য রাখেন, বিআইডব্লিউটিসি’র (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান জনাব আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান জনাব কমোডর গোলাম সাদেক, চরফ্যাশন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত মনপুরা) জনাব আল নোমান, মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী, উত্তর সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন মনপুরা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ,কে,এম শাহাজান, ২ নং হাজির হাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর, মনপুরা ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফরহাদ, মনপুরা প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন, শ্রমিকলীগ সভাপতি আবুল হোসেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনপুরা থানা অফিসার ইনচার্জ সাঈদ আহেমদ,১ নং মনপুরা ইউনিয়ন চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গগন।
এ সময় বক্তারা বিআইডব্লিউটিসি চেয়ারম্যান এর কাছে মনপুরার যাতায়াতের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরে ফেরির দাবি করলে জনাব আহমদ শামীম আল রাজী অতি দ্রুত ফেরির কার্যক্রম বাস্তবায়ন করবেন বলে মনপুরাবাসীকে আশ্বাস দেন।
Leave a Reply