মোঃ জহুরুল ইসলাম সৈকত,
বগুড়া জেলা প্রতিনিধিঃ
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের মূল শুমারির কার্যক্রম উপলক্ষে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুপারভাইজার ও গণনাকারীদের চার দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু। সারা দেশের ন্যায় আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় রায়নগর ডিএস আলিম মাদ্রাসায় প্রশিক্ষন শুরু হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। গত ৪জুন থেকে প্রশিক্ষণ শুরু হয় চলবে ১২জুন পর্যন্ত।
২য় ব্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ মোঃ শফিকুল ইসলাম শফি রায়নগর ইউপি চেয়ারম্যান। এসময় চেয়ারম্যান শফি বলেন, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে সার্বিক ভাবে সহযোগিতা করবো, ওর্য়াড মেম্বার সহ গ্রাম পুলিশ সাথে দিয়ে তথ্যসংগ্রহ কারী এবং গননাকরীদের সহযোগিতা করবো। এবং ১৪ তারিখে থেকে ২১ তারিখ পর্যন্ত গ্রামে গ্রামে প্রচার চালবেন, এবং তিনি সার্বিক ভাবে সকল কাজে সাহায্য করবেন। তিনি
আরো বলেন এই প্রথম ডিজিটাল জনশুমারি এবং গৃহগননা করা হবে তাই সবাই সঠিক ভাবে তথ্য সংগ্রহ করবেন, আরো বলেন কোন গ্রামে বা বাড়িতে বাড়ির লোকজন তথ্য দিতে রাজি না হলে আমাকে জানাবেন আমি আপনাদের সার্বিক সহযোগিতা করবো। এসময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন মোঃ মোহাসিন আলী ৪নং ওয়াদ সদস্য, এবং মোঃ মুন্জু মিয়া সমাজ সেবক সহ প্রমুখ। আরো উপস্থিত ছিলো জোন ২ এর জোনাল অফিসার শাজাহান সিরাজ সাজু, এবং আইটি সুপারভাইজার মোঃ লিকন সহ প্রমুখ।
Leave a Reply