মোঃ জাকির হোসেন মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় সোমবার (৪ জুলাই) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেকের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া থানার এসআই মোঃ শাহ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানার ১০নং হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজার থেকে নিষিদ্ধ ভারতীয় ২১ হাজার শলাকা নাসির বিড়িসহ ময়নুল ইসলাম(৩০) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ময়নুল ইসলাম কুলাউড়া থানার ১১ নং শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রজব আলীর ছেলে। এসময় বিড়ি বিক্রয়ের নগদ ১৯ হাজার ৭ শত ৩০ টাকা, একটি মোবাইল ফোন ও চোরাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ হাজার পিস ভারতীয় নাসির বিড়িসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চোরাকারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply