মোঃ জাকির হোসেন, (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় (৫ জুলাই) পশ্চিম জুড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্যায় অনেকে আশ্রয় কেন্দ্রে উঠলেও বেশিরভাগ মানুষ নিজ ঘরে কষ্ট করে বসবাস করছেন। দীর্ঘস্থায়ী এ বন্যায় বেশিরভাগ মানুষ পড়েছেন খাদ্য সংকটে।
এ সময় উপস্থিত ছিলেন৷ আমেরিকা ফ্লোরিডা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালিক সাচ্চু, সার্বিক সহযোগিতায় সাচ্চু মিয়ার ভাগনা লন্ডন প্রবাসী সৈয়দ জাহাদুল ইসলাম, ফ্রান্স প্রবাসী সৈয়দ জাবেদুল ইসলাম, জাতীয় পার্টি নেতা বদরুল ইসলাম,বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কেন্দ্রীয় কমিটি, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আল-আমিন তালুকদার, রুহুল আমিন, জালাল উদ্দীন, পারভেজ প্রমুখ৷
বন্যা কবলিত মানুষেরা এই রকম নিত্য প্রয়োজনীয় উপহার গুলো পেয়ে তাদের মুখে ফুটে উটছে আনন্দের তৃপ্তি। পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক-
Leave a Reply