মোঃ জহুরুল ইসলাম সৈকত
বগুড়া জেলা প্রতিনিধিঃ-
মুজিববর্ষ উপলক্ষে ৩য় পর্যায়ের ২য় স্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীন ৬টি পরিবারের মাঝে জমিসহ দুর্যোগ সহনীয় ঘর প্রদান করেন।
বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠি, প্রতিবন্ধি, বিধবা,স্বামী পরিত্যক্তা নারী ও বৃদ্ধরা এ ঘর পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ প্রমুখ।
প্রসঙ্গতঃ ২১ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সারাদেশে ৩য় পর্যায়ের ২য় স্তরে ২৬ হাজার ২শত ২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন।
Leave a Reply