মোংলা প্রতিনিধি:
মোংলা পৌর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস
উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলার (১৬ আগষ্ট) বিকেল ৫ টায় ১ নং ওয়ার্ডের সরকারি টি, এ, ফারুক স্কুল এন্ড কলেজ চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে পৌর ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মো. আবুল কালাম শিকদার’র সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মায়নুল হোসেন মিন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মোংলা উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইচ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ডাঃ আঃ লতিফ, জাতীয় শ্রমিকলীগ মোংলা শাখা’র আহ্বয়ক এ এইচ মিলন শিকারী, মোংলা পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর এস,এম কবির হোসেন, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাহরুখ বাপ্পি, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি পারভেজ খাঁন, প্রমূখ। এ সময় আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের নেতা। এ দেশের বঞ্চিত ও শোষিত বাঙালির মুক্তির জন্যই বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। কাজেই বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন নাম। বঙ্গবন্ধু কখনো নিজের কথা চিন্তা করেননি। বাঙালির অধিকারের কথা ভেবেই জীবনের ১৭টি বছর কারাগারে কাটিয়েছেন। তিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি। শোষিত মানুষের মুক্তি আনতে জাতির পিতা বঙ্গবন্ধু জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন। ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মনে করেছিল বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবে। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ঘাতকদের কাছে মাথানত করেননি। তাই আজ দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। পরে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
Leave a Reply