সাবধান। সাবধান। সাবধান।
চোরাই অথবা হারনো মোবাইল কম দামে কিনে কেউ লোভের বশবর্তী হয়ে প্রতারিত হবেন না অথবা চুরি মামলার আসামী হবেন না।
দণ্ডবিধি ৪১১ ধারা মতে, “যে ব্যক্তি কোন মাল চোরাই বলে বিশ্বাস করার কারণ থাকা সত্বেও উক্ত চোরাই মাল গ্রহণ বা রক্ষণ করে, সে ব্যক্তি যে কোন বর্ণনার কারাদন্ড-যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত বা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।”
পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম স্যারের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম, সদর সার্কেল,পটুয়াখালীর নের্তৃত্বে এস আই রফিকুল ইসলাম এর সহযোগীতায় গত সেপ্টেম্বর-২০২২ মাসে পটুয়াখালী সদর থানা এলাকা হতে চুরি মামলা ও হারানো জিডির ভিত্তিতে ১৬ টি মোবাইল সেট দেশের বিভিন্ন এলাকা হতে উদ্ধার করে মালিকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
Leave a Reply