এসএম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুরে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত শুরু হয়েছে।
‘মাদক ছেড়ে খেলতে চল, ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ শে নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় বিরামপুর ঐতিহ্যবাহী আনসার মাঠে খেলার উদ্বোধন করেন, বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত ও কাউন্সিলরবৃন্দ সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টে ৮ টি দল এই খেলাতে অংশ গ্রহন করবেন। উদ্বোধনী খেলায় স্বাগতিক বিরামপুর একাদশ বনাম পার্বতীপুর একাদশ অংশ নেন।
পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী জানান, কোভিড-১৯ কারণে র্দীঘ সময় খেলা ধুলা বন্ধ হয়ে যায় , এতে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাদের মাদক থেকে ফিরে আনতে বিরামপুর পৌরসভার উদ্যোগে এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে।
Leave a Reply