মোঃ জহুরুল ইসলাম সৈকত,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
ঋতুরাজ বসন্তের উদাস হাওয়া স্বাগত জানিয়েছে বৈশাখের ঝড়ো হাওয়াকে। ‘এসো হে বৈশাখ, এসো হে এসো। সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন ১৪৩০ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল ২৩ইং) সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের সূচনা করা হয়।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের কর হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বর্ষবরণ উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফিজার রহমান মোস্তা, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম । এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, শিবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবির দত্ত, শিবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শিবলী, দৈনিক জয়যুগান্তর শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, দৈনিক মুক্ত সকাল উপজেলা প্রতিনিধি সাজু মিয়া, ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
Leave a Reply