স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে রবিবার(১৬ এপ্রিল )সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বোয়ালজুর গ্রামে আব্দুল গফ্ফার শাহীন মিয়ার বাড়ীতে ও তার সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ও প্রেসক্লাবের সাবেক সহসভাপতি শাহ্ সুলতান আহমদ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুসলেহ উদ্দীন আহমেদ৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক বিচারক মোঃ আবির মিয়া, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম.মুজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, মাওলানা মোশাহিদ মিয়া, আব্দুস সালাম,সেলিম মিয়া প্রমুখ। এসময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন এস.আই ফজলুল হক জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
ইনাতগঞ্জ ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ মুসলেহ উদ্দীন আহমেদ বলেন মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।
Leave a Reply