বগুড়া জিলা স্কুলে বহিরাগত দুই মাদকসেবির তিন মাস জেল- জরিমানা
স্টাফ রিপোর্টার, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া জিলা স্কুলে দুই বহিরাগত মাদকসেবিকে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ই এপ্রিল ২৩ইং) রাত ৮ টার দিকে বগুড়া জিলা স্কুলে অভিযান পরিচালনা করে দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এবং প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা আদেশ দেওয়া হয়। একাই সাথে এক শিক্ষার্থীকে একই অপরাধে সংশোধনের জন্য তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়।
দন্ডপ্রাপ্ত ওই দুইজন হলেন- বগুড়া জেলা শহরের নারুলী দক্ষিণপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে চা বিক্রেতা মোঃসাব্বির আহম্মেদ(৩০) ও সেউজগাড়ী এলাকার সাজু বাশফোঁড়ের ছেলে পরিচ্ছন্নতাকার্মী হৃদয় বাশফোঁড়(২৫)।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে নাসিম রেজা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, র্যাব এবং এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।
নাসিম রেজা জানান, জিলা স্কলে সন্ধ্যার পর মাদকসেবিদের আড্ডা বাড়ে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাব্বির নামের এক ব্যক্তির কাছ থেকে গাঁজা পাওয়া যায় এবং হৃদয় মাদক সেবনের কথা স্বীকার করেন। এছাড়া এক স্কুল শিক্ষার্থীরও মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। পরে সাব্বির ও হৃদয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা আদেশ দেওয়া হয়। একই সাথে ওই স্কুল শিক্ষার্থীকে সংশোধনের জন্য তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়।
তিনি আরও জানান, জিলা স্কুলের মধ্যে মাদকসেবিদেরকে কোন আড্ডা করতে দেয়া হবে না। এর প্রতিরোধে এ ধরনের
অভিযান চলমান থাকবে।
Leave a Reply