মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা মেঘনা ঘাট বাজারের এক তেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য বিরুদ্ধে। আহত ব্যবসায়ীর নাম মো: মিলন মিয়া। সে বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত মো: রাজন ব্যাপারীর ছেলে।
আহত ব্যবসায়ী মিলন মিয়া জানান, বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীক কাজে বাড়ী থেকে বাহির হয়ে বালুয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আমান উল্লাহর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য লিটন মিয়াসহ ৫/৭ জন আমাকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ফেলে রেখে আমার সাথে থাকা ৪লক্ষ ৫০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে তাকে চিকিৎসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সাবেক ইউপি সদস্য লিটন মিয়া সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যবসায়ীকে মারধরের ঘটনার সাথে তিনি জড়িত নন। তার বড় ভাই জাকির হোসেন সহ এলাকার অনেক মানুষ তেল ব্যবসায়ী মিলন মিয়ার নিকট টাকা পাবে। সে তার বাড়ীতে না থেকে পারিয়ে পালিয়ে অন্যত্র বসবাস করে আসছে। বৃহস্পতিবার মিলনের বাড়ীতে আসার খবর পেয়ে পাওনাদাররা তার বাড়ী ঘেড়াও করে তাকে পাওনা টাকার জন্য আটক করে শুনেছি। তবে তার বিরুদ্ধে আনিতো অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে গজারিয়া থানার কর্তব্যরত উপ-পরিদর্শক মো: দেলোয়ার হোসেন জানান, বিষয়টি নিয়ে এখনও থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply