গত কয়েক দিনের গরমের প্রকোপে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়িই চলেছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। উপজেলার হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে জানা যায়।
এ সপ্তাহের গত মঙ্গলবার ও বুধবার দুপুর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৬ জন হাসপাতালটিতে ভর্তি হয়েছে৷ এনিয়ে গত এক সপ্তাহে ১৮ জন ডায়রিয়া ও ২৫ জন ইউমোনিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসাক ইয়াসিন মাহমুদ গণমাধ্য বলেন, দাবদহের কারণে ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে।
প্রতিদিন গড়ে ৫ জনের অধিক রোগী জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, অতিরিক্ত গরমের কারণে বাচ্চাদের শরীর ঘেমে ভিজে গিয়ে তাদের ঠান্ডা লেগে যায়। গরমের তীব্রতা বাড়ায় নিউমোনিয়া আক্রান্ত হওয়ার হাড় বেড়েছে। গরম কমে গেলে এটিও কমে যাবে বলে আশাবাদী।
Leave a Reply