আশরাফুল ইসলাম সবুজ
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুড়ে জেলা প্রশাসনের সহযোগিতায় শিশু একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় নরসিংদী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী,নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তফা মিয়া, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান। এসময় কর্মশালায় অতিথিরা সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, বাল্য বিবাহ সহ সামাজিক সকল সমস্যা নিরসনের বিষয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন।
##
Leave a Reply