স্টাফ রিপোর্টার,
দৈনিক বিজয়ের বাণী: টাঙ্গাইলের সখিপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইসমাইল হোসেন (৬৩) নামের এক জনের মৃত্যু হয়েছে। এব ওই ঘটনায় গুরুতর আহত ধলা মিয়া (৪২) এর অবস্থাও আশঙ্কাজনক। ১৪মে রোববার সকাল ৭টার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা সিন্দুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই এলাকার খোরশেদ আলমের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ইসমাইল হোসেন একই এলাকার নছুমুদ্দিনের কাছ থেকে (১০০শতক) এক একর জমিজমি ক্রয় করে প্রায় ১৭ বছর আগে। কেনার পর থেকেই ওই এলাকার নতু মোল্লার ছেলে আজিজ মোল্লা, তোফাজ্জল মোল্লা, নব্বে মোল্লার ছেলে রফিকুল ইসলাম গোনাই এবং আবুল হোসেনের ছেলে কামরুল হাসান ও সাইফুল ইসলাম জমিটি তাদের বলে দাবি করে কয়েকবার দখলের চেষ্টা করে। এ নিয়ে দীর্ঘ দিন যাবত দুই পক্ষের মধ্যে বিরোধ চলমান।
ঘটনার দিন সকালে আজিজ মোল্লা ও রফিকুল ইসলাম গোনাইয়ের নেতৃত্বে বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে গেলে ইসমাইল হোসেন বাধা দেয়। একপর্যায়ে তারা ইসমাইল হোসেনের উপর দেশীয়অস্ত্র নিয়ে হামলা করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত ইসমাইলকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে আরো জানা যায় , ঘটনাস্থলে স্হানীয়রা গুলির শব্দ শুনতে পায়। এতে এলাকাবাসীর ধারণা গুলিতেই হয়তো ইসমাইল হোসেনের মৃত্য হয়ে থাকতে পারে।
মামলার বাদী ও নিহতের ছেলে মামুন মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ন্যায্য টাকা দিয়ে জমি কিনে বিনিময়ে আজ বাবার লাশ পেয়েছি। সু্ষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি প্রশাসনের কাছে এর ন্যায় বিচার চাই ।
বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ চলছে। এনিয়ে একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে। সালিশে জমিটি ইসমাইল হোসেনের বলে প্রমাণিত হয়েছে। মূলত জমিটি প্রতিপক্ষ ওই জমি জবর দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে ইসমাইল হোসেনের উপর তারা হামলা চালায়।
এবিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন এ ঘটনায় নিহত ইসমাইলের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যহত রয়েছে।
Leave a Reply