ভাবলে মৃত্যুর কথা
মোঃ শাহজাহান রিপন
—————————
চারিদিকে লুটপাট,
ঘুষ আর দুর্নীতি,
কারো মাঝে নেই যেন,
সততা ন্যায়নীতি!
গাড়ি বাড়ি টাকাকড়ি,
ধনী হতে চিন্তা,
ভুলে গেছে মৃত্যু,
ওপারে নেই আস্থা!
কুটিলতা জটিলতা,
ঠকবাজি ভাবনা,
মানুষের মনে শুধু
অবৈধ কামনা!
চাঁদাবাজি লুটপাট,
দুর্নীতি সুদ ঘুষ,
পাপাচার ও অনাচারে
নেই কারো কোন হুঁশ।
চায় শুধু অর্থ,
বিত্ত ও বৈভব,
ভাবেনাকো দম গেলে,
জীবনটা হবে শব।
রাজনীতিক বেশির ভাগ,
লুটপাটে ব্যস্ত,
সরকারি চাকুরেরা
ঘুষে অভ্যস্ত!
ব্যবসায়ী করে আজ
ভেজালের কারবার,
অতি লাভে প্রতিদিন,
পকেট কাটে জনতার।
নিজ লাভে করে কেহ
ধর্মের ব্যবহার,
সমাজের বিবেক ঐ
রিপোর্টারও দুরাচার!
নেই কারো চিন্তায়
মানুষের কল্যাণ,
ঘৃণ্য প্রতিযোগিতা,
হতে হবে ধনবান!
ভুলে গেছে তাই সবে,
দুনিয়াটা নশ্বর,
আপনার স্বার্থে
মানুষ আজ বর্বর!
থাকবেনা চিরকাল,
কেহ এই দুনিয়ায়,
যেতে হবে সব ছেড়ে,
নেই কারো ভাবনায়!
মৃত্যুর কথা যদি,
সকলেই ভাবত,
স্বর্গের পরিবেশ
দুনিয়াতেই থাকত।
তারিখ:- ২৬-০৫-২৩ইং
Leave a Reply