এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আগের যেকোনো সময়ের তুলনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সম্পর্ক এখন সবচেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। (২৮ মে) রবিবার বেলা দুইটার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
বিজিবির মহাপরিচালক বলেন, ‘বিজিবি ও বিএসএফের মধ্যে বর্তমান যে রিলেশন (সম্পর্ক), আমি মনে করি, তা আগের যেকোনো সময়ের চেয়ে খুবই ভালো। আমরা আমাদের দেশের জন্য কাজ করছি, তাঁরা তাঁদের জন্য কাজ করছেন। মিউচুয়ালি সবাই একসঙ্গে। আমাদের সমস্যা থাকলে আমরা একসঙ্গে আলোচনা করে অনেক সমস্যার সমাধান করতে পারছি।’
মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, ‘এখানে আমি রুটিন ভিজিট করতে এসেছি। আমাদের এখানে ব্যাটালিয়ন আছে, বিওপি আছে, ওগুলো দেখলাম। হিলি আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে অনেক গুরুত্বপূর্ণ যাতায়াত ও বিষয়গুলো হয়। আমি জাস্ট দেখতে এসেছি, আমাদের লোকজন কীভাবে দায়িত্ব পালন করছেন। বিএসএফের পক্ষ থেকেও তাঁরা এসেছেন। তাঁদের সঙ্গে কথা বললাম, শুভেচ্ছা বিনিময় করলাম।’
এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমাদের আখাউড়া ও বেনাপোলে রিট্রিট সেরেমনি হয়। হিলি যেহেতু একটি গুরুত্বপূর্ণ আইসিপি (একীভূত চেকপোস্ট), এখানে বিএসএফ ও বিজিবির মধ্যে যদি সমতা হয়, তাহলে আমরা ভবিষ্যতে হিলিতে রিট্রিট সেরেমনি করার আশাবাদ ব্যক্ত করছি।’
হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে বিজিবি মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিএসএফের কর্মকর্তারা। রবিবার দুপুরে
হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় অংশে বিজিবি মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিএসএফের কর্মকর্তারা। সীমান্ত হাটসংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, ‘দেশের সীমান্ত এলাকার অনেক জায়গায় হাট আছে, যেটা বাণিজ্য মন্ত্রণালয় দেখে। বাণিজ্য মন্ত্রণালয় যদি মনে করে এখানে হাট করলে ভালো হয়, তাহলে বিজিবির পক্ষ থেকে যেসব ব্যবস্থা নেওয়ার কথা, নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার কথা, সেগুলো আমরা নিশ্চিত করব।’
এর আগে হিলি সীমান্তের শূন্যরেখায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কুলওয়ান্ট রায় শর্মা। পরে বিজিবি মহাপরিচালক সীমান্তের শূন্যরেখায় ভারতের অংশে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সীমান্তসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের (রংপুর) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল রাশেদ আসগর, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply