1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামপুর পৌর মেয়রকে অপসারণে কারণ দর্শানো নোটিশ - dainikbijoyerbani.com
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
ad

অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামপুর পৌর মেয়রকে অপসারণে কারণ দর্শানো নোটিশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৫৮ Time View

জামালপুর প্রতিনিধি: অভিযোগ প্রমাণিত হওয়ায় জামালপুরের ইসলামপুর পৌর সভার মেয়র আব্দুল কাদেরকে অপসারণের জন্য মেয়র পদ থেকে কেন অপসরাণ করা হবে না মর্মে আত্মপক্ষ সমর্থে আগামী ১০কর্ম দিবসের মধ্যে লিখিতভাবে জবাব প্রদানের জন্য কারণ দর্শানো নোটিশ দিয়েছেন স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব মো: আব্দুর রহমান।

স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ৭জুন ২০২৩ইং ৪৬.০০.০০০০.০৬৩.২৭.০০২.২৩.৮৫ নম্বর স্বারকে নোটিশের বলা হয়েছে, ‘যেহেতু আপনি জনাব মো: আব্দুল কাদের সেখ, মেয়র,ইসলামপুর পৌরসভা,জামালপুর এর দায়িত্ব পালনকালে আপনার বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণ,সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাত এবং দুর্নীতির অভিযোগ করে উক্ত পৌরসভার প্যানেল মেয়র জনাব মো: দেলোয়ার হোসেন লেবু ও অন্যান্য দশ জন কাউন্সিল কর্তৃক অনাস্হা প্রস্তাব দাখিল করা হয়; এবং যেহেতু উক্ত অনাস্হসা প্রস্তাবের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে সরেজমিনে তদন্ত করা হয়েছে; এবং যেহেতু উক্ত প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে স্হানীয় সরকার(পৌরসভা)আইন,২০০৯, এর বিধান লঙ্ঘন,ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্রতিষ্ঠানে সম্পত্তি দখল ও মালামাল সরিয়ে নেয়া, সরকারি সম্পতিতে অবৈধভাবে মার্কেট প্রতিষ্ঠা করে ভাড়ার অর্থ আদায়ের মাধ্যমে অসদুপায় ব্যাক্তিগত সুবিধা গ্রহন এবং ঠিদার কর্তৃক নির্ধারিত কাজ সম্পন্ন করার পূর্বেই চুড়ান্ত বিল প্রদানের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে; এবং যেহেতু, স্হানীয় সরকার(পৌরসভা)আইন, ২০০৯ এর ধারা৩২(১)(খ) ও (ঘ) অনুযায়ী কোন পৌরসভার মেয়র তার নিজ পদ হতে অপসারণযোগ্য হবেন যদি তিনি পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কোন কার্যকলাপে জড়িত থাকেন অথবা অসদাচরণ বা ক্ষমতা অপব্যবহারের দায়ে দোষী সাবস্ত হন; সেহেতু, স্হানীয় সরকার (পৌরসভা)আইন,২০০৯এর ধারা৩২(১)(খ) ও (ঘা) অনুযায়ী আপনাকে জামালপুর জেলার ইসলামপুর পৌরসভার মেয়র এর পদ হতে কেন অপসারণ করা হবে না, এ মর্মে আত্মপক্ষ সমর্থে আগামী ১০(দশ) কর্মদবিসের মধ্যে লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো ।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি