মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : দৈনিক মানবজমিন, ৭১ টিভি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুরের বকশিগঞ্জ প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব।
শনিবার (১৭ জুন) বেলা ১০ টায় পৌরশহরের শহীদ মিনার সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাব সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের অংশগ্রহনে মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান শরীফ, মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল কবির এর সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক মর্তুজা হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন, সহ-সভাপতি আইউব আলী হাওলাদার, সহ-সভাপতি আফজাল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হাওলাদার, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, সাংবাদিক সাইদুল হোসেন, শাহাদাৎ ফরাজী প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মূল আসামী ইউপি চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু ভারতে পালিয়ে যাবার প্রাক্কালে আইন শৃঙ্খলা বাহীনি কর্তৃক পঞ্চগড় থেকে গ্রেফতার করায় মঠবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।
Leave a Reply