বিজয়ের বানী ডেস্কঃ
বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার (১৯ জুন) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতিত্ব করেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজ সন্ধ্যায় দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জন সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী ২৭ জুন থেকে ঈদের ছুটি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত থাকবে সরকারি ছুটি।
রবিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৭ জুন আরাফাতের ময়দানে হজের মূল অনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ২৮ জুন দেশটিতে কোরবানির ঈদ উদযাপন করবে।
Leave a Reply