পাইকগাছায় চাঁদাবাদির অভিযোগে কাজল গ্রেপ্তার; থানায় মামলা
–
খুলনা জেলা প্রতিনিধিঃ
পাইকগাছায় প্রকাশ্যে ত্রাস সৃষ্টি করে রাড়ুলী কৃষকলীগের সাধারণ সম্পাদকের কাছে চাঁদা দাবীর অভিযোগে পুলিশ কাজল গাজী (৩৩) কে গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় কৃষকলীগ সম্পাদক জিএম আজিজুল ইসলাম বাদী হয়ে কাজল গাজীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার দুপুরে বাঁকা বাজারে ব্যাংক এশিয়া শাখা উদ্বোধন কালে এ বিল্ডিং এর ছাদের উপর এ ঘটনাটি ঘটেছে। এর পুর্বে কাজল মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাসকে মাদক ক্রয়ের জন্য হুমকি দিয়ে টাকা দাবী করে। এ ঘটনায় আরশাদ বিশ্বাস থানায় জিডি করলে ক্যাম্প পুলিশ কাজলকে আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে। ঐ দিন জামিন মুক্ত হয়ে কাজল বাঁকা বাজারে গেলে ক্যাম্প পুলিশের আইসি তাইজুল ইসলাম তাকে আবারো আটক করেন।
রাড়ুলী কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম আজিজুল ইসলাম বলেন,কাজল একজন চিহ্নিত মাদকসেবী। ঘটনার বর্ননা দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২টার দিকে বাঁকা বাজারে ব্যাংক এশিয়া উদ্বোধনী সভায় ছিলাম। এ সময় কাজল কাজল তার ব্যক্তিগত মোবাইল ০১৯০২-৭৪৩৩৬৬ নম্বর দিয়ে আমার কাছে ফেন দিয়ে জানতে চায় আমি কোথায় আছি। আমারর অবস্থানের কথা জানার পর সে ঘটনাস্থলে এসে ছাদের এক পাশে ডেকে নিয়ে আমার কাছে ৫ হাজার টাকা দাবী করে। এর পুর্বে সে গত ৩০ জানুয়ারী সন্ধায় বাঁকা শহীদ মালের ইন্ডোর স্টেডিয়াম অর্ধলক্ষ টাকা চেয়েছিল। ঘটনার সময়ে দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে কাজল অকথ্য ভাষয় গালি-গালাজ করে ত্রাস সৃষ্টি করে। জানাজানির পর অনুষ্ঠান উপস্থিত রাড়ুলী ইউপি চেয়ারম্যান আঃ মজিদ গোলদার ও অতিথিবৃন্দ কাজলকে নিবৃত করার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফুল আলম বলেন চাঁদাদাবীর আভিযোগে দায়ের করা মামলায় কাজলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply