বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের শ্রীপতিপাড়া গ্রামে বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে বজ্রপাতে আব্দুল গফুর মন্ডল (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি… রাজেউন)। সে মৃত শফি মন্ডল এর ছেলে। বাড়ির পার্শ্বের বিল থেকে গরু নিয়ে আসার সময় এ দূর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার খেয়ে আব্দুল গফুর মেঘলা আবহাওয়া দেখতে পেয়ে বাড়ির পার্শ্বে শ্রীপতিপাড়া উচু ব্রীজের নীচে বিলে গরু আনতে যায়। গরু নিয়ে আসার পথে মেঘের গর্জন আরম্ভ হয়। একপর্যায়ে তার শরীরে বজ্রপাত পড়লে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে তাকে সেখান থেকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
স্থানীয় বাসিন্দা এ্যাডভোকেট শেলী জানান, আবহাওয়া খারাপ দেখে আব্দুল গফুর মন্ডল দুপুরের খাবার খেয়ে বাড়ির পার্শ্বেই বিলে রেখে আসা গরু নিতে যেয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন।
Leave a Reply