কুষ্টিয়া কুমারখালী পৌরসভা নির্বাচনে শেষ মুহুর্তের প্রস্তুতি
প্রকাশিতঃ ১৫/০১/২১ইং
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ২য় ধাপে আগামীকাল ১৬ ই জানুয়ারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২য় বারের মতো ইভিএম এ অনুষ্ঠিত হবে এ নির্বাচন । নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানসহ শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার দুপুর ১২টায় কুমারখালী উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন সহ অন্যান্য মালামাল বিতরণ করা হয়।
রিটার্নিং কর্মকর্তা আবু আনছার বলেন, ৯ ওয়ার্ডের মোট ৯টি কেন্দ্রের ৫৮টি বুথের জন্য ৮৫টি ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন পরিচালনাকারিদের ইভিএম সর্ম্পকে প্রশিক্ষন দেওয়া হয়েছে।
কুমারখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র মো: সামসুজ্জামান অরুন ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আনিসুর রহমান বিশ্বাস লালু ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে ২৪ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৯০ জন।
Leave a Reply