বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত
।।মাহাদী বিন সুলতান।।
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ এর পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকালে জেলার চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি)।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা (এনডিসি)’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা, রাঙামাটি জেলা প্রসাশক মামুনুর রশিদ, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, সাবেক এমপি জি এফ আনোয়ার চিনু, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কান্তি চাকমা, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মূসা মাতব্বর, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান এবং পৌরসভার মেয়র আকবর হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, পার্বত্য চট্টগ্রাম এখন একটি মৈত্রীময় অঞ্চল। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মত উন্নয়নের ছোঁয়া লেগেছে পার্বতাঞ্চলে। শিক্ষা, স্বাস্থ্যসহ পর্যটনেও উন্নয়নের ধারা অব্যাহত। পর্যটন শিল্পকে আরো বেগবান করতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এই অ্যাডভেঞ্চার উৎসব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
অনুষ্ঠানে অ্যাডভেঞ্চার উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় আতশবাতি এবং ফানুশ উড়িয়ে শহরে এক আনন্দমূখর পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য রাঙামাটি মারী স্টেডিয়ামে ১১ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব-২০২১। ৫দিন ব্যাপি অ্যাডভেঞ্চার উৎসবে তিন পার্বত্য জেলা থেকে ৫০জন এবং সারাদেশ থেকে বাছাইকৃত ৫০জন মোট ১০০জন অংশগ্রহণ করেন। কায়াকিং, ক্যানিওনিং, ট্রাকিং, কেভ ডিসকভারি, হাইকিং, ট্রেজার হান্টসহ ফুরমোন ট্রাকিং এর মধ্য দিয়ে শেষ হয় ২০২১ সালের বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব।
Leave a Reply