মোঃ জহুরুল ইসলাম সৈকত, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডাবের বাজারে অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া।
শনিবার (২রা সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মূল্য বৃদ্ধির যৌক্তিক কারন উল্লেখ করতে না পারা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে ৩ জন ডাব বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ( আল আমিন ডাব ঘর, গোদারপাড়া, -১০,০০০/- মো শফিকুল ইসলাম, দুই ভাই ডাব ঘর, নামাজগড়-৫,০০০/-, মো মনিরুজ্জামান রুকন, মেসার্স রূপম এন্টারপ্রাইজ, গোয়ালগাড়ি-৫,০০০/) সর্বমোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি অতিরিক্ত মূল্য গ্রহণ না করা, ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করা এবং ক্রয় বিক্রয়ের সঠিক তথ্য সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয় প্রতিষ্ঠানগুলোতে।
এ সময় র্যাব-১২ এর একটি চৌকষ দল এবং জেলা কৃষি বিপনন কার্যালয় অভিযানে সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
Leave a Reply