আবারো বাগমারার ভাবানীগঞ্জের পৌর পিতা হলেন আব্দুল মালেক।
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার হাট্রিক মেয়র হলেন আব্দুল মালেক। তিনি তিনজনকে পিছনে ফেলে মেয়র হন।
তিনি ১৪৪০৫ ভোটের মধ্যে ৭৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হন তার প্রতিনিধি আব্দুর রাজ্জাক ১০৫৭ ভোট ও অন্যান্য পেয়েছে ২৭৮৪ ভোট।
এ বছর মেয়র পদে ভোটে দাঁড়িয়েছেন ৪জন। আওয়ামীলীগের দলীয় প্রাথী হলেন বর্তমান মেয়র মোঃ আঃ মালেক, ধানের শীর্ষে মোঃ আব্দুর রাজ্জাক প্রাং এবং আরো দুইজন স্বতন্ত্র প্রাথী হিসেবে এবছর ভোটে দাঁড়িছে।সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৩ জন এবং পুরুষ কাউন্সিল পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বীত। এবছরে ১৪৪০৫ জন ভোটার ১৬ জানুয়ারী সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.০০টা ভোটারা সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করে।
নির্বাচন অফিস থেকে জানায় এবছর ভোটদের উপস্থিত ভালো ছিলো এবং ৭০ % ভোট কাস্ট হয়। আব্দুল মালেক তৃতীয় বারের মতো হওয়ায় তিনি ভবানীগঞ্জ পৌরবাসীদের ধন্যবাদ দেন ও তার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করার আশ্বাস দেয়।
Leave a Reply