বগুড়া প্রতিনিধিঃ
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এবং কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় পেইস প্রকল্পের “কৃষি যান্ত্রিকীকরণ খাতের ক্ষুদ্র উদ্যোগে শোভন কর্ম পরিবেশ উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আয়োজনে দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বৃহৎ হাব বগুড়া রেলওয়ে মার্কেটে কর্মরত শ্রমিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় গাক এসইপি প্রকল্পের ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে রেলওয়ে মার্কেটে কৃষি যান্ত্রিকীকরণ খাতে জড়িত ১৫ জন শ্রমিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রথম ধাপে টুলস্ পরিচিতি ও বেসিক নলেজ বিষয়ে আলোচনা এবং ২য় ধাপে ব্যবহারিক সেশন পরিচালনা করেন মোঃ শফিকুল ইসলাম প্রামানিক, চীফ ইন্সট্রাকটর (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া।
উল্লেখ্য যে কৃষি যান্ত্রিকীকরণ খাতে নিয়োজিত শ্রমিক কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা, শ্রমিকদের কর্ম পরিবেশ সুন্দর করা, সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, মহিলা শ্রমিকদের জন্য সুন্দর কর্ম পরিবেশ তৈরি করা, মডেল কারখানা স্থাপন, স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজন সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম উপ-প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে বলে গাক’র পক্ষ হতে জানানো হয়।
Leave a Reply