রাণীশংকৈলে শিল্পি মোজাম্মেল হকের শোক সভা অনুষ্ঠিত
মাহাবুব আলম রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধি।।
ঠাকুরগাওয়েরর রাণীশংকৈল পৌর শহরের প্রগতি ক্লাব প্রাঙ্গণে ১৬ জানুয়ারি সন্ধ্যায় প্রয়াত( ১৩ জানুয়ারি)
শিল্পি ও ঠাকুরগাও বেতার সংগীত প্রযোজক মোজাম্মেল হক বাবুলু’র শোকসভা অনুষ্ঠিত হয়। শিল্পির প্রতিষ্ঠিত রাণীশংকৈল সংগীত বিদ্যালয় এ সভার আয়োজন করে। সভায় সংগীত বিদ্যালয় সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ও সাধারণ সম্পাদক বেতার শিল্পি প্রভাষক সুকুমার চন্দ্র
মোদক, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাবেক
অধ্যক্ষ ও সংগীত বিদ্যালয় উপদেষ্টা তাজুল ইসলাম, সংগীত বিদ্যালয় উপদেষ্টা কবি-গীতিকার- সাংবাদিক
আনোয়ারুল ইসলাম, শিক্ষক আবু শাহানশাহ ইকবাল,
অধ্যাপক বেনুগোপাল বসাক, প্রভাষক রেজাউল ইসলাম, উপাধ্যক্ষ মহাদেব বসাক, কুলিক নাট্য সংস্থার পরিচালক অনিল বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা প্রয়াত শিল্পির দীর্ঘ
কর্মজীবনের উপর আলোচনা করেন। সভা সঞ্চালনা করেন সংগীত বিদ্যালয় সহ-সম্পাদক ও বেতার শিল্পি
প্রভাষক প্রশান্ত বসাক। পরে প্রয়াত শিল্পির রুহের
মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
Leave a Reply