কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ৭৪ টি পূজা মণ্ডপে ব্যাক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন।
সোমবার (২৩ অক্টোবর) সকালে জেলার কাঠালিয়া কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উপজেলার ৫২ টি পূজা মণ্ডপের সভাপতি- সাধারণ সম্পাদকের কাছে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যোগদেন সাংসদ বজলুল হক হারুন।
তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দক্ষ নেতৃত্বে সকল ধর্ম,বর্ণ, জাতী ও গোষ্ঠীর মধ্যে শান্তির সুবাতাস বইছে। তবে বর্তমানে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা ফের দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে । তাদের সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার বদু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরুন, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, রাজাপুরের গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক কামাল, সাবেক জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন সিকদার ও সাখাওয়াত হোসেন অপুসহ অনেকে।
এদিকে এর আগে রাজাপুর উপজেলার ২২ টি পূজা মন্ডপে এমপির পক্ষে অনুদান বিতরণ করা হয়েছে।
Leave a Reply