1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
কাঠালিয়ায় ব্যাবসায়ীকে মেরে ৩ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

কাঠালিয়ায় ব্যাবসায়ীকে মেরে ৩ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ

 

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বানাই গ্রামে নাসির উদ্দীন তালুকদারের ছেলে বিকাশ ও পেট্রোল ব্যাবসায়ী জুয়েল তালুকদারের দোকানে হামলা চালিয়ে, জুয়েলকে আহত করে ৩ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে মোঃ নজরুল ইসলাম ফোরকান তালুকদার (৫৮), পিতা- মৃত- ইউসুফ আলী তালুকদার, ২। মোঃ দিপু তালুকদার (৩৫), ৩। মোঃ মিঠু তালুকদার (৪০),৪। মোঃ টিটু তালুকদার (৩৮), সর্ব পিতা- মৃত- কায়ছার তালুকদার, ৫। মোঃ ফয়সাল হোসেন প্রিন্স মুন্সী (৩৫), পিতা- মোঃ ফারুক মুন্সী, ৬। মোঃ ফারুক মুন্সী (৫৫), পিতা- মৃত- ছালেম মুন্সী, ৭। মোঃ আতিকুর রহমান পল্লব তালুকদার (৪৫), পিতা- মৃত- আঃ রশিদ তালুকদার, ৮। মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতা- মৃত- মাইনুদ্দিন তালুকদার, সর্ব সাং- বনাই, থানা-কাঠালিয়া জেলা-ঝালকাঠি সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে বিবাদী করে কাঠালিয়া থানায় অভিযোগ করে হাসপাতেলে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী জুয়েল।

জুয়েল বলেন, নজরুল ইসলাম ফোরকান তালুকদার এর সাথে আমার জমি জমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়া পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে। সেই বিরোধের জের ধরিয়া বিবাদীরা আমাদের বিভিন্ন ভাবে হয়রানী ও ক্ষতি সাধন করিয়া আসিতে থাকে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন ইং-০৭/১২/২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় উক্ত বিবাদীরা সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন বিবাদীরা একত্রিত হইয়া ০১ নং বিবাদীর হুকুমে আমার পরিচালিত কাঠালিয়া থানাধীন ০১ নং চেঁচরী রামপুর ইউনিয়নের বানাই বাজারে রিয়ান এন্টার প্রাইজ নামক দোকানে অতর্কিত হামলা করিয়া আমাকে এলোপাথারিভাবে পিটাইয়া ও কিল, ঘুষি এবং লাথি মারিয়া আমার মুখ মন্ডলে রক্তাক্ত জখম সহ শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা জখম করে। বিবাদীরা আমার দোকানে থাকা বিভিন্ন মালামাল ফালাই দিয়া ক্ষতি সাধন সহ দোকানের অনেক মালামাল নিয়া যায়। ০১ নং বিবাদী আমার বিকাশ এজেন্ট পরিচালনার জন্য রক্ষিত নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জোর পূর্বক নিয়া বিভিন্ন ভয় ভীতি ও খুন জখমের হুমকী প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিয়ষে ফোরকান তালুকদারের সাথে যোগাযোগ করার জন্য, তার ব্যবহৃত 01994162937 ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তকরে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি