এস এম অলিউল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়ন কোনাউর গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রহিম মহাজন ও ফোরকান মহাজন দুই গ্রুপের মধ্যে দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে দুই পক্ষের দ্বন্দ্ব ছিল। অবশেষে সেই দুই পক্ষের দ্বন্ধের অবসান করলেন স্পাইডার গ্রুপের ববস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতী রিপন মুন্সী তাই এলাকায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে ।
আজ সকালে বিশিষ্ট শিল্পপতী রিপন মুন্সীর বাড়িতে সালিশি বৈঠকে এই দ্বন্ধের অবসান ঘটে।
এসময়, সালিশি বৈঠকে সভাপতিত্ব করেন কাইতলা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, আহবায়ক ছিলেন বিশিষ্ট শিল্পপতী রিপন মুন্সী। এছাড়াও উপস্থিত ছিলেন, কাইতলা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল,সাধারণ সম্পাদক নজরুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান, সাবেক চেয়ারম্যান সারোয়ার চৌধুরী প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রায় ১৫ বছর ধরে চলা বিরোধ মিটাতে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। আজ একটি সুষ্ঠু সমাধান করে দেওয়া হয়েছে। আশা রাখি ভবিষ্যতে তারা আর দ্বন্দ্ব-সংঘাতে জড়াবেন না। আমরা আর বিরোধ চাই না, সবাই শান্তিতে বসবাস করতে চাই।
এ বিষয়ে বিশিষ্ট শিল্পপতী রিপন মুন্সী বলেন, গ্রামবাসী শপথ করেছেন দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন।বিবাদমান দুই পক্ষকে মিলিয়ে দেওয়া হয়েছে।
আমরা সবাই শান্তি চাই। আশা করি তারা মিলেমিশে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবেন। তবে আর সংঘাত নয়, মিলেমিশে থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন দুই পক্ষই।
Leave a Reply