বোরহানউদ্দিন হত্যার মানববন্ধন করেছে নানিয়ারচর প্রেস ক্লাব
মহাদী বিন সুলতানঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামনিহত বোরহানউদ্দিন মোজাক্কির গুলিবিদ্ধ হয়ে নিহত বোরহানউদ্দিন মোজাক্কির এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মিরাজ উদ্দিনের বাসভবনে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন নানিয়ারচর প্রেসক্লাব।
বৃহস্পতিবার সকাল ১১টায় নানিয়ারচর বাজারের চৌরাস্তায় মানববন্ধন এবং পরে প্রেস ক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক রাঙামাটি পত্রিকার নানিয়ারচর প্রতিনিধি ও সিএইচটি টাইমস ২৪ এর নিজস্ব প্রতিনিধি মাহাদী বিন সুলতান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিএইচটি টিভি প্রতিনিধি গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক ও বিবিসি নিউজ ২৪ এর নানিয়ারচর প্রতিনিধি তুফান চাকমা, দৈনিক বাংলা বার্তার প্রতিনিধি ও সিনিয়র সদস্য ওমর ফারুক এবং দৈনিক গিরিদর্পন পত্রিকা ও সিএইচটি টাইমস ২৪ এর নানিয়ারচর উপজেলা প্রতিনিধি মেহরাজ উদ্দিন প্রমূখ।
সভায় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে বোরহান উদ্দিন হত্যার আসামি ও মিরাজ উদ্দিন এর বাসভবনে হামলা এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের সাংবাদিক অত্যাচার ও নির্যাতনে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানায়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ বসুরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয় বাংলাদেশ সমাচার প্রতিনিধি বোরহান উদ্দিন মোজাক্কির। এবং গত শনিবার তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
Leave a Reply