কোর্টপাড়ায় বিনা নোটিশে নাজির পরিচয়ে বাড়িতে তালা
আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরের ২/১ জিতেন্দ্রনাথ মজুমদার লেন কোর্টপাড়া এলাকার করিম মঞ্জিল বাড়িটিতে দীর্ঘ ৪২ বছর ধরে বসবাস করে আসছে আব্দুল করিম বিশ্বাস। তিনি ১৯৭৮ সালে ৭শতক জমিতে একতলা টিনশেড বাড়ি সহ জমিটি ক্রয় করেন কুমিল্লার শেখ ময়েজ উদ্দিনের নিকট থেকে ২০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। ২০২১ সাল পর্যন্ত এই বাড়িটির খাজনা পরিশোধ করা রয়েছে আব্দুল করিম বিশ্বাস।
আব্দুল করিম বিশ্বাসের বড় ছেলে সেলিম বিশ্বাস জানান, রবিবার (১৪ মার্চ ২০২১ইং) দুপুরে বাড়িটিতে কুষ্টিয়া কোর্টের জেলা নাজির পরিচয় দিয়ে আলাউদ্দিন নামের এক ব্যক্তি সহ ৬/৭ জন আমার বাড়িতে ঢুকে সকলকে বাড়ি থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন। এতে আমরা হতবাক হয়েছি। কোন নোটিশ না দিয়ে এভাবে তালা ঝুলিয়ে দেন তারা।
এ ব্যাপারে জেলা নাজির আলাউদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আদালত থেকে উচ্ছেদ অভিযানের নির্দেশ এসেছে তাই তাদেরকে উচ্ছেদ করা হয়েছে।
Leave a Reply