জিহাদ হোসেন রাহাত। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: মার্ক্স পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ – এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের উদ্যেগে মাক্স বিতরন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান পিপিএম (সেবা) এর নির্দেশনা ও ‘মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে ২য় ধাপে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতায় রায়পুর থানা পুলিশের আয়োজনে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ মার্চ) সকালে রায়পুর পৌর শহরের জিরো পয়েন্ট থেকে শুরু করে রায়পুর-ঢাকা ও চট্রগ্রাম বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থানা পুলিশ জনসচেতনতায় ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করেছে।এ সময় রায়পুর থানার ওসি আবদুল জলিল, পুলিশ সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মাস্কবিহীন পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে করোনাভাইরাস মোকাবেলায় মাস্ক পরিধান ও বিতরণসহ নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া ও নিয়মিত মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ দেন।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে তারা যেন হাত সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে এবং স্বাস্থ্য বিধি মেনে চলে। তাছাড়া জনগণের মাঝে আজ বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে এবং জনসচেতনতায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply