টি এ শাহীন: ভোলা জেলা সংবাদদাতাঃ ভোলা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে । গতকাল ৮ নভেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। লর্ডহার্ডিঞ্জ বুরির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা আনসার ভিডিপির আয়োজিত এ প্রশিক্ষণ গ্রাম প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা স্থানীদের। পুরুষের পাশাপাশি নারীদের প্রশিক্ষণের সুবিধা থাকায় এ প্রশিক্ষনকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। সর্বমোট ৩৪ জন এ প্রশিক্ষণে অংশ নিতে পারবে। আজ সোমবার প্রশিক্ষণের দ্বিতীয় দিনে সকলকে মাক্স পরে দুরত্ব বঝায় রেখে প্রশিক্ষণের আহ্বান জানান উপজেলা আনসার ভিডিপির প্রধান মানসুরা বেগম। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ,লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি মাষ্টার, লালমোহন উপজেলা আনসার ভিডিপির প্রধান মানসুরা বেগম,তজুমদ্দিন উপজেলা আনসার ভিডিপির প্রধান সিরাজ সহ অন্যারা।
Leave a Reply