চিরনিদ্রায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা জনাব গোলাম কিবরিয়া
তপন দাস
নীলফামারী জেলা প্রতিনিধি
চিরনিদ্রায় শায়িত হলেন নীলফামারীর ডোমার উপজেলার একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করা বীরযোদ্ধা ও জাতীর শ্রেষ্ঠ বীরসন্তান ও সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা জনাব ” গোলাম কিবরিয়া ( মজনু) “(৮০) । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বীরমুক্তিযোদ্ধা জনাব গোলাম কিবরিয়া ডোমার উপজেলার চিকনমাটি ধনি পাড়া গ্রামের মৃত গোলাম আজিজের ছেলে।
মুক্তি যোদ্ধা গোলাম কিবরিয়া গতকাল সোমবার দুপুরে বার্ধক্যজনিত কারনে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকা থেকে লাশবাহি একটি ফ্রিজার ভ্যানে তার লাশ ঢাকা থেকে সরাসরি ডোমার নিয়ে আসা হয়।
পরে তার লাশ ডোমার উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে করোনা ভাইরাসের সংক্রমণের স্বাস্থ্য বিধি মেনে জেলা পুলিশের গার্ড অফ অনার শেষে ধর্মীয় নিতি মেনে ডোমার উপজেলার কেন্দ্রীয় কবর স্হানে দাফন করা ।
মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়ার একমাত্র মেয়ে জনাব তিথিনা (তনু) কানাডায় থাকায় মুক্তি যোদ্ধা গোলাম কিবরিয়ার লাশ গ্রহন করেন তার বড় ভাইয়ের ছেলে জনাব গোলাম ফারুক ।
মুক্তি যোদ্ধা গোলাম কিবরিয়ার জানায় উপস্থিত ছিলেন ডোমার উপজেলার ওসি মোস্তাফিজুর রহমান , নীলফামারী জেলা পুলিশ সুপার জনাব মোখলেছুর রহমান (বিপিএম পিপিএম) , ডোমার উপজেলার ইউএনও সহ সকল রাজনৈতিক দলের সদস্য ও সকল প্রিন্ট, অনলাইন ও মিডিয়া সাংবাদিক বৃন্দ ও সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
Leave a Reply