ছাগলনাইয়ায় করোনায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন সোহেল চৌধুরী ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়া করোনার মহামারী দ্বিতীয় ঢেউয়ে লক ডাউন ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হতদরিদ্র,দিন মজুর ও অসহায়দের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ করেছেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়াম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান,লকডাউনে ছাগলনাইয়া উপজেলার কোন গরীব মানুষ না খেয়ে থাকবেনা।প্রত্যেকে খাদ্য সামগ্রী দেওয়া হবে।মহামারী সময়ে দেশের মানুষের জীবন রক্ষায় সরকারি ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ছাগলনাইয়া বাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করে সবাইকে করোনার সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য বিধি মোতাবেক জীবন যাপন করার জন্য আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে(২৭এপ্রিল) ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে প্রথম ধাপে দু শতাধিক দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে দশ কেজি পরিমাণ খাদ্য সামগ্রী সুশৃঙ্খলভাবে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।এই সহযোগিতা আগামীতে চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।
Leave a Reply