অসহায়ের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন দিপংকর
।।মাহাদী বিন সুলতান।।
কোভিড-১৯ পরিস্থিতিতে রাঙামাটিতে ক্ষতিগ্রস্থ অস্বচ্ছল, দুস্থ ও দরিদ্র জনগণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য।
বুধবার সকালে রাঙামাটির মারী ষ্টেডিয়ামে পৌরসভা এলাকার সাড়ে ৪শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ্জ জোহরা উপমা প্রমূখ।
এসময় এমপি দিপংকর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান করোনা পরিস্থিতিতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদান করেছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক প্রতিটা উপজেলায় এই মানবিক সহায়তা পৌছে দিয়েছেন। করোনা পরিস্থিতির অবনতি হলে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
Leave a Reply