1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
BRICS জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ বাংলাদেশের সদস্যপদ লাভ - dainikbijoyerbani.com
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
ad

BRICS জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ বাংলাদেশের সদস্যপদ লাভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৭১ Time View

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিন আফ্রিকার সমন্বয়ে গঠিত BRICS জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যোগদান করেছে। এটিকে একটি সময়োপযোগী অর্জন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “এটি আমাদের জন্য বৈদেশিক অর্থায়নের একটি নতুন ক্ষেত্র উন্মোচিত করবে যা আমাদের উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে”।

ব্রাজিল সরকারের নিকট বাংলাদেশের Instrument of Accession দাখিল করার প্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখে ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়। এ সদস্যপদ বাংলাদেশকে উল্লিখিত ব্যাংকটির পরিচালনা পর্ষদে ভোট দেওয়ার ক্ষমতা প্রদান করবে।

উল্লেখ্য, ২০১৫ সালে স্থাপিত এ ব্যাংকে BRICS জোটের বাইরে বাংলাদেশই প্রথম সদস্যপদ লাভ করল। এ সদস্যপদ লাভের ফলে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পাশাপাশি আরও একটি বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের সদস্যপদ নিশ্চিত হল।

বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের গতি ধরে রাখার পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ ২০৩০ সালের মধ্যে অর্জন এবং বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ-উন্নত দেশে পরিণত করতে বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৪১ এর মধ্যে বাংলাদেশকে একটি মেধাভিত্তিক উন্নত দেশে পরিনত করতে বহিরবিশ্বের সাথে অর্থনৈতিক সম্পর্ক বহুগূনে বৃদ্ধি করা আবশ্যক। একই সাথে বৈশ্বিক অর্থনৈতিক অবকাঠামোতে বাংলাদেশের অংশগ্রহন ও অংশিদারিত্ব নিশ্চিত করা প্রয়োজন। কোভিড-১৯ পরবর্তি অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম সফল করতেও বৈদেশিক অর্থায়ন জরুরী ।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে রূপকল্প ২০৪১ অর্জনে এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়নে সরকার প্রচুর বিনিয়োগ করছে । এছাড়া সরকারের বেশ কিছু মেগা প্রজেক্ট বর্তমানে বাস্তবাইয়নাধীন আছে।

এ প্রেক্ষাপটে, নতুন এ ব্যাংকটির সদস্যপদ অর্জন করায় বৈদেশিক অর্থায়নের ক্ষেত্রে আরো অনেক নতুন সুযোগ সৃষ্টি হবে । এটি প্রধানমন্ত্রীর সফল অর্থনৈতিক কূটনীতির একটি উজ্জ্বল নিদর্শন ।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর United Nations Sustainable Development Solutions Network বাংলাদেশকে মর্যাদাপূর্ন SDGs Progress Award প্রদান করে। সম্মাননা টি প্রদান কালে বিশ্ব খ্যাত অর্থনীতিবিদ Professor Jeffery Sach মাননীয় প্রধানমন্ত্রীকে এই সংকট কালে অর্থনীতির ক্ষেত্রে উদ্ভাবনী মূলক নেত্রিত্ব ও অসামান্য অবদানের জন্য Jewel in the Crown অভিধায় আখ্যায়িত করেন।
pmela

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি